রঙ পাল্টানো আমার স্বভাব নয়: মেয়র আইভী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১

রঙ পাল্টানো আমার স্বভাব নয়। আমার রঙ কালো, কালো মানুষ হিসেবেই আছি। আমি যেমন আছি তেমনই থাকবো। নীতি-আদর্শের বাইরে গিয়ে কোনো কাজ করবো না বলেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেন, মনোনয়ন দিক বা না দিক। কাজ করি আর না করি। এ নারায়ণগঞ্জের পাশে থাকবো। সন্ত্রাসের বিপক্ষে থাকবো। যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো।

jagonews24

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাজেট অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র আইভী বলেন, আমাকে বার বার জামায়াত-বিএনপি বানানোর চেষ্টা করা হয়েছে। এতে আমার কোনো আপত্তি নেই, বানান। মানুষ জানে আমি কি? এ শহরের মানুষের জন্য কাজ করেছি। আমি নৌকার মানুষ। আমি অবশ্যই দলীয় মনোনয়ন চাইবো। আমাকে যদি দল মনোনীত করে তাহলে আপনাদের সহযোগিতা নিয়ে নির্বাচন করতে চাই।

এদিন নগরীর আলী আহাম্মদ চুনকা মিলনায়তনে সিটি করপোরেশনের ২০২১-২২ অর্থবছরের জন্য ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।