জুট মিলে চুরি, পালানোর সময় পুলিশের ওপর হামলা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত জুট মিলের মেশিন চুরির পর পালানোর সময় পুলিশকে পেট্রলবোমা নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় হান্নান (৩৫) ও জুয়েল হোসাইন (৩০) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অবিস্ফোরিত একটি পেট্রলবোমা, একটি ধারালো দা, তিনটি মোবাইল, ও চোরাই কাজে ব্যবহৃত পিকআপ উদ্ধার করা হয়।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

jagonews24

পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে আটি গ্রাম এলাকার মনোয়ারা পরিত্যক্ত জুট মিল থেকে মেশিন চুরি করে ট্রাকযোগে নিয়ে যাচ্ছিলেন কয়েকজন যুবক। পথে টহলরত পুলিশের সামনে পড়েন। এ সময় তারা পুলিশকে পেট্রলবোমা নিক্ষেপ করেন এবং গাড়িতে ভাঙচুর চালান। আত্মরক্ষার্থে পুলিশ পাঁচ রাউন্ড গুলি ছোড়ে।

পালানোর সময় একটি তাজা পেট্রলবোমাসহ হান্নানকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যে জুয়েল হোসেন নামে আরও এক যুবককে গ্রেফতার করা হয়।

ওসি মশিউর রহমান বলে, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলার ঘটনা স্বীকার করেছে।

এস কে শাওন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।