খুলনা বিভাগে করোনায় আরও ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৮৬ জন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন।

মৃতরা হলেন-খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা এলাকার লাকি রায় (৬৫), বাগেরহাট সদরের নারেন দেবনাথ (৬০) ও মোড়েলগঞ্জের আব্দুল সাত্তার তালুকদার (৭৭)।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, খুলনা ছাড়া বাগেরহাট, যশোর ও কুষ্টিয়ায় একজন করে মারা গেছেন। এছাড়া নতুনে করে শনাক্তদের মধ্যে খুলনায় ২১ জন, বাগেরহাটে একজন, সাতক্ষীরায় ১০ জন, যশোরে ১২ জন, নড়াইলে সাতজন, মাগুরায় একজন, ঝিনাইদহে ১৫ জন, কুষ্টিয়ায় ১২ জন, চুয়াডাঙ্গায় তিনজন ও মেহেরপুরের চারজন রয়েছেন।

এখন পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১১ হাজার ১৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১০১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩ হাজার ৯২৪ জন।

করোনায় মৃতদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৭৮৮ জন মারা গেছেন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৭৫৫ জনের। এছাড়া যশোরে ৪৮৫ জন, ঝিনাইদহে ২৬৫ জন, চুয়াডাঙ্গায় ১৮৯ জন, মেহেরপুরে ১৮০ জন, বাগেরহাটে ১৪৩ জন, নড়াইলে ১১৮ জন, মাগুরায় ৯০ জন ও সাতক্ষীরায় ৮৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

আলমগীর হান্নান/এফআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।