সিলেট বিভাগে করোনা সংক্রমণের হার পাঁচ শতাংশের নিচে
সিলেট বিভাগে করোনা সংক্রমণের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় ৮৩৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৬ জন। শনাক্তের হার ৪ দশমিক ৩ শতাংশ। পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও। সিলেট জেলায় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন একজন। মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জে করোনায় কেউ মারা যাননি।
সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত ৩৬ জনের মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ১৩ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের দুজন, মৌলভীবাজারের ১৪ জন এবং হবিগঞ্জের সাতজন।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত একদিনে বিভাগে সুস্থ হয়েছেন ৩৩ জন। হাসপাতালগুলোতে রোগী ভর্তি ছিলেন ৯৪ জন।
এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১ হাজার ১৪৪ জন। করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ২৮৩ জন। মোট সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৬৪৫ জন।
ছামির মাহমুদ/এফআরএম/এমএস