রাজবাড়ীতে বাইসাইকেল পেলেন ৯৮ গ্রাম পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১১:৫৫ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২১

রাজবাড়ীতে সদর উপজেলায় ৯৮ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে অফিসার্স ক্লাব প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে বাইসাইকেল বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

jagonews24

অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলসাদ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাওহি মো. সায়েফ।

জানা যায়, গ্রাম পুলিশ বাহিনীর কার্যক্রম গতিশীল করতে ৯৮ জন গ্রাম পুলিশকে স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে বাইসাইকেল দেওয়া হয়। এর আগে আরও ২৮ জন গ্রাম পুলিশকে এলজিএসপি প্রজেক্টের মাধ্যমে বাইসাইকেল দেওয়া হয়। এছাড়া সদর উপজেলার সব গ্রাম পুলিশকে পোশাক দেওয়া হয়েছে।

রুবেলুর রহমান/ এফআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।