জোর করে টিকাকেন্দ্রে প্রবেশের চেষ্টা, পুলিশকে চড় প্রধান শিক্ষকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১০:০০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১

টাঙ্গাইলের সখীপুরে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) চড় মারায় বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলামকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয়ের গণ টিকাকেন্দ্রে ওই পুলিশ কর্মকর্তাকে চড় মারেন তিনি।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিবারের সদস্যদের নিয়ে টিকাকেন্দ্রে যান। এসময় নিয়ম না মেনে তিনি কেন্দ্রে প্রবেশ করতে চাইলে লাইনে থাকা লোকজন প্রতিবাদ করেন।

পরে কেন্দ্রের দায়িত্বে থাকা সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সানিউল আলম কেন্দ্রে যেতে প্রধান শিক্ষক সাদেকুল ইসলামকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি সানিউল আলমকে চড় মারেন।

এ বিষয়ে সানিউল আলম জানান, জোর করে প্রধান শিক্ষক কেন্দ্রে যাওয়ার চেষ্টা করায় আগে টিকা নিতে আসা লোকজন অভিযোগ করেন। পরে আমি তাকে কেন্দ্রে ঢুকতে বাধা প্রদান করি। এ কারণে তিনি আমাকে চড় দেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, পুলিশের গায়ে হাত তোলায় ওই শিক্ষককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আরিফ উর রহমান টগর/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।