গোবিন্দগঞ্জে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ০১ অক্টোবর ২০২১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মামুন সরকার (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১ অক্টোবর) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ কোল্ডস্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মামুন উপজেলার দরবস্ত ইউনিয়নের সাপগছি হাতিয়াদহ গ্রামের দুদু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বগুড়া থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা শহরের দিকে যাচ্ছিলো। পথে গোবিন্দগঞ্জ কোল্ডস্টোরের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মামুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

জাহিদ খন্দকার/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।