হাঁসে ধান খাওয়া নিয়ে দুই পরিবারের মারামারি, নিহত যুবক
ফরিদপুরের সদরপুরে হাঁসে ধান খাওয়াকে নিয়ে দুই পরিবারের মারামারিতে রাসেল শেখ (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের বাবা ছন্দু শেখ (৫০) ও মা আফরোজা বেগম (৪০)।
শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ঢেউখালী ইউনিয়নের পতন্দরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা ছন্দু শেখের হাঁস প্রতিবেশী হাসেম খানের জমিতে গিয়ে প্রতিদিন ধানগাছ খেয়ে ফেলছে এবং নষ্ট করছে। এ নিয়ে দু’পরিবারের মধ্যে কয়েকদিন ধরে ঝগড়া চলে আসছিল।
হাঁসে ধান খাওয়া নিয়ে শনিবার সন্ধ্যায় দু’পরিবারের মাধ্যে আবারও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় লাঠিসোটা নিয়ে দুপক্ষই মারামারিতে জড়িয়ে পড়ে। এতে লাঠির আঘাতে রাসেল শেখ ও তারা বাবা-মা আহত হন। তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাসেল মারা যান। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (৩ অক্টোবর) দুপুরে ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওমর ফারুক ব্যাপারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, নিহত রাসেলের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় সদরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
এন কে বি নয়ন/এসজে/জেআইএম