পাংশায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ০৪ অক্টোবর ২০২১

রাজবাড়ী পাংশায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) উপজেলার বালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মোমেনা বেগম (৫৬) ও রুকাইয়া (২)। মোমেনা বেগম উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামের আকবর প্রামাণিকের স্ত্রী ও রুকাইয়া তার নাতনি।

জিআরপি পুলিশ ও স্থানীয়রা জানান, নাতনিকে নিয়ে পাশের বাড়িতে যান মোমেনা বেগম। পরে সেখান থেকে ফেরার পথে রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

রুবেলুর রহমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।