পুকুরে ডুবে প্রাণ গেলো একমাত্র ছেলের
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামে পানিতে ডুবে তাওহিদ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে বাড়ি সংলগ্ন নিজস্ব পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত তাওহিদের বাবার নাম নাহিদ মোল্লা। তিনি পেশায় মাইক্রোবাস চালক। তাওহিদ তার একমাত্র ছেলে।
স্থানীয় বাসিন্দা মো. দাউদুজ্জামান বলেন, দুপুরের দিকে বাড়িতে খেলছিল শিশু তাওহিদ। খেলার এক পর্যায়ে সে বাড়ির পেছনে তাদের পুকুরের পানিতে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুুঁজি শুরু করেন। দুপুর ১টার পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু তাওহিদকে মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আমির হামজা বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এন কে বি নয়ন/এসআর/জিকেএস