বিয়ের দিন সড়কে প্রাণ গেলো দুলাভাই-ভাতিজির, কনে হাসপাতালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ১৫ অক্টোবর ২০২১

ফেনীতে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে শহরতলীর মঠবাড়িয়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফেনী শহরের একটি পার্লার থেকে কনেসহ চারজন সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়িতে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। স্থানীয়রা অটোরিকশার চারজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কনের বড় বোনের জামাই জামাল হোসেন (৩৮) ও ভাতিজি হাছনা আক্তার পলিকে মৃত ঘোষণা করেন। কনে ফারজানা আক্তার কলির অবস্থা আশঙ্কজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জাগো নিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে আছে। এ ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে। মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে আছে।

নুর উল্লাহ কায়সার/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।