স্ত্রীর মামলায় স্বামীর দুই বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ১৭ অক্টোবর ২০২১

ফেনীতে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় জহিরুল ইসলাম সুজন (৩৮) নামের এক ব্যক্তির দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৭ অক্টোবর) ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে এ রায় ঘোষণা করা হয়।

দণ্ডপ্রাপ্ত সুজন ফেনী শহরের বিরিঞ্চি তালতলা এলাকার তাজুল ইসলামের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ফেনীর ফুলগাজী উপজেলার বশিকপুর গ্রামের মহিউদ্দিনের মেয়ে কোহিনুর আক্তারের সঙ্গে ২০১০ সালের ২৪ মে সুজনের বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়েসন্তান রয়েছে। গত বছরের শেষের দিকে জুয়েল তার স্ত্রী কোহিনুরের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। কোহিনুরের বাবা যৌতুক দিতে অপারগতা জানালে জুয়েল তার স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন এবং দ্বিতীয় বিয়ে করেন।

একপর্যায়ে গত বছরের ৩০ ডিসেম্বর স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেন কোহিনুর। চলতি বছরের ৪ ফেব্রুয়ারি পুলিশ গ্রেফতার করলে আপস মীমাংসার কথা বলে তিনদিন পর জামিন নিয়ে পালিয়ে যান জুয়েল।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ জাকির হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। তাকে দুই বছরের
সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

নুর উল্লাহ কায়সার/এসআর

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।