বাসে অপরিচিতের চকলেট খেয়ে সর্বস্ব হারালেন যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১০:০৭ পিএম, ২০ অক্টোবর ২০২১

চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসে অপরিচিত ব্যক্তির দেওয়া চকলেট খেয়ে মিনহাজ উদ্দিন (৩২) নামের এক যুবক সর্বস্ব হারিয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করায় স্বেচ্ছাসেবী সংগঠন সহায়।

তার বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়। তিনি চট্টগ্রামের কালুরঘাট ভারী শিল্প এলাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।

বুধবার (২০ অক্টোবর) সকালে হাসপাতালে জ্ঞান ফিরে আসার পর ঘটনার বিস্তারিত জানান মিনহাজ উদ্দিন।

মিনহাজের ভাষ্যমতে, তিনি চট্টগ্রাম থেকে একটি বাসে করে ঢাকায় যাচ্ছিলেন। বাসটি চট্টগ্রামের কুমিরা এলাকায় পৌঁছালে এক ব্যক্তি একটি কোম্পানির প্রচারণা করে মিনহাজকে একটি লজেন্স খেতে দেন। লজেন্সটি খাওয়ার সঙ্গে সঙ্গে তার প্রচণ্ড ঘুম আসে। এরপর কী হয়েছে তার মনে নেই। জ্ঞান ফেরার পর দেখেন তার মোবাইল ফোন, মানিব্যাগ ও কাপড়ের ব্যাগটি ছিনতাইকারীরা নিয়ে গেছেন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হোসেন ভূঞা বলেন, ছিনতাইকারীর কবলে পড়া রোগী মিনহাজের বুধবার সকালে জ্ঞান ফিরে আসে। তিনি এখন কিছু কিছু কথা বলতে শুরু করেছেন। তবে পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগতে পারে।

ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনির উদ্দিন বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নুরউল্লাহ কায়সার/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।