ইঁদুর মেরে পুরস্কৃত ৩ কৃষক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ২১ অক্টোবর ২০২১

ফেনীতে জেলা পর্যায়ে সর্বাধিক ইঁদুর নিধন করায় তিন কৃষককে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ বিভাগ চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মঞ্জুরুল হুদা।

পুরস্কারপ্রাপ্ত কৃষকরা হলেন- জেলা পর্যায়ে সর্বোচ্চ সাত হাজার ইঁদুর নিধনকারী সোনাগাজী উপজেলার দশপাইয়া গ্রামের মো. হোসেন আহাম্মদ, ছয় হাজার ইঁদুর নিধনকারী ফেনী সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের আবু বক্কর এবং আড়াই হাজার ইঁদুর নিধনকারী ফুলগাজী উপজেলার ধলিয়া গ্রামের আবুল খায়ের ভূঁইয়া।

jagonews24

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক তারিক মাহমুদুল ইসলামের সভাপতিত্বে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের সাবেক মহাপরিচালক মুকুল চন্দ্র রায়, কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক রবিন্দ্র কুমার মজুমদার।

jagonews24

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জয় কান্তি সেন বলেন, ২০২০ সালে ইঁদুর নিধন অভিযানের পর মাঠ পর্যায়ের পরিসংখ্যান অনুযায়ী জেলায় এক লাখ ৭০ হাজার ইঁদুর নিধন করা হয়েছে। এরমধ্যে সোনাগাজীতে ৮০ হাজার ৬৭৭, ফেনী সদরে ৪৫ হাজার ২৩০, ফুলগাজীতে ১৫ হাজার ৩৪৫, দাগনভূঞায় ১৩ হাজার ৬১০, পরশুরামে নয় হাজার ৩৪৫ ও ছাগলনাইয়ায় ছয় হাজার ১৫০টি ইঁদুর নিধন করা হয়েছে। ব্যক্তিপর্যায়ে সর্বোচ্চ সংখ্যক ইঁদুর নিধনকারী তিন কৃষককে বৃহস্পতিবার পুরস্কৃত করা হয়েছে।

নুর উল্লাহ কায়সার/ইউএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।