করোনায় রামেকের সাবেক চিকিৎসকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ২১ অক্টোবর ২০২১

করোনা আক্রান্ত হয়ে ডা. মামুন-উর-রশীদ (৬৭) নামে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সাবেক এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বৃহস্পতিবার বিকেলে জাগো নিউজকে ওই চিকিৎসকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামেকের অধ্যক্ষ ডা. নওশাদ আলী।

তিনি বলেন, ডা. মামুন-উর-রশীদ রামেকের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ছিলেন। রামেক থেকে অবসর নেওয়ার পর রাজশাহীতেই একটি বেসরকারি হাসপাতালে যোগ দিয়েছিলেন। পরে একটি বেসরকারি প্রাইভেট ক্লিনিকে যোগ দেন তিনি। এক সপ্তাহ আগেই তার করোনা আক্রান্ত হওয়ার খবর শুনেছিলাম।

তিনি আরও বলেন, ডা. মামুন-উর-রশীদ মহানগরীর শালবাগানের বাসিন্দা ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁ। ডা. মামুন-উর-রশীদের মৃত্যুতে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিবার শোকাহত।

বৃহস্পতিবার বাদ জোহর রামেক চত্বরে ডা. মামুনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মহানগরীর টিকাপাড়া কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

ফয়সাল আহমেদ/ইউএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।