নিরাপদ সড়ক দিবসেই ফেনীতে ঝরলো ৩ প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২২ অক্টোবর ২০২১

নিরাপদ সড়ক দিবসের দিনই ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কায় পিকআপ চালক-হেলপারসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (২২ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছনুয়া ইউনিয়নের বোগদাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপ চালক গোপালগঞ্জ জেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের মোহাম্মদ সুজন, হেলপার (চালকের সহযোগী) মাদারীপুর জেলার গোবিন্দপুরের বাসিন্দা শামীম হাসান ও চাপাইনবাবগঞ্জের ভোলাহাট শাঙ্খ আলমপুর সন্যাসিতলা গ্রামের শহিদুল ইসলাম।

ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পিকআপটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় ছনুয়া ইউনিয়নের বোগদাদিয়া নামক স্থানে বাগদাদ কনভেনশন সেন্টারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যায়। তাৎক্ষণিক গুরুতর জখম অবস্থায় তিনজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নুর উল্লাহ কায়সার/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।