১৬ বছর পর ধর্ষণ মামলার রায়, যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ২৫ অক্টোবর ২০২১

ফেনীর সোনাগাজীতে স্কুলছাত্রী ধর্ষণের দায়ে মিজানুর রহমান (৪২) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৫ অক্টোবর) ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মিজান সোনাগাজীর বগাদানা ইউনিয়নের বাদুরিয়া গ্রামের ছিদ্দিক আহাম্মদের ছেলে। পেশায় তিনি মাইক্রোবাসচালক।

আদালত সূত্র জানায়, ২০০৫ সালে সোনাগাজীতে প্রেমের ফাঁদে ফেলে এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেন মিজানুর রহমান। এতে ওই কিশোরী সন্তানসম্ভবা হয়ে পড়লে ফেনীর একটি ক্লিনিকে গর্ভপাতের সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পরে ওই বছরের ২৩ জুলাই কিশোরীর মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। একই বছরের ৩১ অক্টোবর উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক এ ঘটনার তদন্ত করে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় ১৫ জনের সাক্ষ্যগ্রহণের পর সোমবার আদালত রায় ঘোষণা করেন। রায়ে মিজানুর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা করা হয়। বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়।

আদালতের বেঞ্চ সহকারী মো. দেলোয়ার হোসেন জানান, রায় ঘোষণার সময় মিজানুর রহমান আদালতে অনুপস্থিত ছিলেন। জামিনের পর থেকে মিজানুর রহমান পলাতক। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।

নুর উল্লাহ কায়সার/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।