ফেনীতে সহিংসতার ঘটনায় গ্রেফতার ছয় আসামি রিমান্ডে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১১:১১ পিএম, ২৫ অক্টোবর ২০২১

ফেনীতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় গ্রেফতার ছয় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের মধ্যে পাঁচ আসামিকে দুইদিনের এবং একজনকে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, ফেনী পৌরসভার মাস্টারপাড়ার আবদুল মান্নান (৪৬), সদর উপজেলার পূর্ব মোটবী গ্রামের এনামূল হক রাকিব (২০), ঝালকাঠির নলছিটির ডেমরা এলাকার মো. মিরাজ (৩৩), কিশোরগঞ্জের হোসেনপুরের ফয়সল আহম্মেদ আল আমিন (১৯), পরশুরাম উপজেলার কালিকাপুর গ্রামের আবদুস সামাদ জুনায়েদ (১৯)।

অন্যজন হলেন র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া ফেনী পৌরসভার মধ্যম রামপুর গ্রামের আহনাফ তৌসিফ মাহমুদ লাবিব (২২)।

ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) এমরান হোসেন বলেন, ‘গত ১৭ অক্টোবর গ্রেফতার হওয়া পাঁচ আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। আজ সোমবার এ বিষয়ে আদালতে শুনানি হয়। শুনানি শেষে তাদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন। একই আদালতে র‌্যাবের হাতে গ্রেফতার লাবিবকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড আদেশ দেন বিচারক।’

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, ‘জেলায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় চারটি মামলা হয়েছে। এ পর্যন্ত বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিকে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।’

নুর উল্লাহ কায়সার/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।