ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেলো তরুণের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:২২ এএম, ২৬ অক্টোবর ২০২১

ফেনীর ছাগলনাইয়ায় নির্মানাধীন ভবন থেকে পড়ে সৌরভ (১৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত সৌরভ ছাগলনাইয়া উপজেলার নুরুল হকের ছেলে।

সোমবার (২৫ অক্টোবর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

স্থানীয়রা জানান, সোমবার বিকালে পৌরসভার বাঁশপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছয়তলা থেকে অসাবধানতাবশত পড়ে যায় সৌরভ। তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়।

ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নুর উল্লাহ কায়সার/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।