ফেনীতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
ফেনীতে মাদক মামলায় মো. রফিক উদ্দিন (৪১) নামে ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (২৭ অক্টোবর) বিকেলে ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউছুপের এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রফিক উদ্দিন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার খোন্দকিয়া গ্রামের মৃত কবির আহাম্মদের ছেলে। তিনি মামলায় জামিন নেওয়ার পর থেকে পলাতক আছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১০ সালের ৩ এপ্রিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ফেনীর পাগলা মিয়া সড়কের মাথায় পরিবহন তল্লাশি চলাকালে ২০০ বোতল ফেনসিডিলসহ আটক হন রফিক। এ ঘটনায় তৎকালীন ফেনী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জসিম উদ্দিন বাদী হয়ে মামলা করার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।
ওই বছরের ৩০ এপ্রিল মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন। আদালত এ মামলায় পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায় ঘোষণা করেন।
ফেনী জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফেজ আহাম্মদ জাগো নিউজকে বলেন, আসামি রফিক উদ্দিন জামিনে যাওয়ার পর থেকেই পলাতক। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সাজা দিয়েছেন।
নুর উল্লাহ কায়সার/এসজে/জিকেএস