ফেনীতে নতুন এসপি মামুনের যোগদান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০৫ নভেম্বর ২০২১

ফেনীতে নবাগত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন দায়িত্বভার গ্রহণ করেছেন। শুক্রবার (৫ নভেম্বর) সকালে তিনি খোন্দকার নূরুন্নবীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

এর আগে, ১৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফেনীর এসপিসহ সাত কর্মকর্তাকে পদায়ন করা হয়।

jagonews24

ওই প্রজ্ঞাপনে ফেনীর এসপি খোন্দকার নূরুন্নবীকে পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক পদে ও পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. আব্দুল্লাহ আল মামুনকে ফেনী জেলা পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৩ জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার থেকে ফেনীর পুলিশ সুপার পদে যোগদান করেন খোন্দকার নূরুন্নবী।

নুর উল্লাহ কায়সার/ইউএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।