নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহত, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২১ নভেম্বর ২০২১

নাব্য সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল কমে যাওয়ায় খুলনা মহাসড়কে তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (২১ নভেম্বর) সকালে থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়েছে।

jagonews24

আটকে থাকা চালক-যাত্রী ও স্থানীয়রা জানান, নদীতে ড্রেজিংয়ের কারণে নদী পারের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের। এতে করে চালক-সহকারীসহ সড়কে থাকা বিভিন্ন যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। সড়কে পণ্যবাহী ট্রাক চালকদের অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে দিনের পর দিন।

jagonews24

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন জানান, এ রুটে ছোট-বড় ১৪টি ফেরি চলাচল করছে। নদীর ড্রেজিংয়ের কাজ শুরু হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

রুবেলুর রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।