রাজবাড়ীতে পাউবোর প্রকৌশলী বরখাস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২৪ নভেম্বর ২০২১

অসদাচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) রাতে রাজবাড়ী পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পাউবোর উপ-সচিব (প্রশাসন) সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দুপুরে উপ-সহকারী প্রকৌশলী রনির সঙ্গে নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ অসদাচরণ করেন। রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ নিয়ে বুধবার রনি পাউবোর মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন।

এ বিষয় জানতে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

রুবেলুর রহমান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।