মধুপুরে ভোট কারচুপির অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:২৭ পিএম, ২৮ নভেম্বর ২০২১

টাঙ্গাইলের মধুপুরে ভোট কারচুপির অভিযোগ তুলে ৫নং গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে একস্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করেছেন।

রোববার (২৮ নভেম্বর) ভোট শুরু হওয়ার তিন ঘণ্টা পর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মজিবর রহমান ভোট বর্জনের ঘোষণা দেন।

মজিবর রহমান বলেন, গোলাবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাসনই কেন্দ্রে আমার এজেন্টদের বের করে দিয়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছে। শুধু তাই নয়, ১০টি কেন্দ্রেই একই অবস্থা। সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

এছাড়া নির্বাচনে দায়িত্ব প্রিসাইডিং কর্মকর্তারাও এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। এতে বাধ্য হয়ে ভোট বর্জন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

আরিফ উর রহমান টগর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।