লক্ষ্মীপুরে ১৩ ইউপিতে নৌকা, ৭টিতে স্বতন্ত্রপ্রার্থীর জয়

লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুরে ১৩ ইউপিতে আওয়ামী লীগ ও সাতটিতে স্বতন্ত্রপ্রার্থী নির্বাচিত হয়েছেন।
রোববার (২৮ নভেম্বর) রাতে ১০টার দিকে রামগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তাহের ও রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
রামগঞ্জে নৌকা প্রতীকের চেয়ারম্যানরা হলেন- কাঞ্চনপুর ইউপিতে নাসির উদ্দিন, নোয়াগাঁওতে মোহাম্মদ সোহেল পাটোয়ারী, ভাদুর ইউপিতে জাবেদ হোসেন ও দরবেশপুরে মিজানুর রহমান।
অন্যদিকে স্বতন্ত্র চেয়ারম্যানরা হলেন- ইছাপুর ইউপিতে আমির হোসেন খান (আনারস), চন্ডিপুরে শামছুল ইসলাম সুমন (মোটরসাইকেল), লামচরে ফয়েজ উল্যাহ জিসান পাটওয়ারী (আনারস), করপাড়া জাহিদ মির্জা (ঘোড়া), ভোলাকোটে দেলোয়ার হোসেন দিলু (চশমা) ও ভাটরাতে শামছুল আলম বুলবুল (আনারস)।
এদিকে রায়পুরে ১০ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এরমধ্যে তিনিটিতে বিনাভোটে আওয়ামী লীগের প্রার্থীকে আগেই বেসরকারিভাবে চেয়ারম্যান ঘোষণা করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন স্বতন্ত্রপ্রার্থী উত্তর চর আবাবিল ইউপিতে দুলাল হাওলাদার। নৌকার প্রতীকে উত্তর চরবংশীতে আবুল হোসেন হাওলাদার (বিনা ভোট), চরমোহনাতে শফিক পাঠান (বিনা ভোটে), সোনাপুরে অ্যাডভোকেট ইউসুফ জালাল কিসমত, চরপাতায় সুলতান মামুনুর রশিদ, কেরোয়ায় শাহিনুর বেগম রেখা, বামনীতে তাফাজ্জল হোসেন, দক্ষিণ চরবংশীতে আবু সালেহ মিন্টু ফরায়েজি, দক্ষিণ চরআবাবিলে হাওলাদার নূরে আলম জিকু ও রায়পুরে শফিউল আজম সুমন চৌধুরী (বিনা ভোটে) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কাজল কায়েস/আরএইচ/জিকেএস