রাতে হত-দরিদ্রের বাড়ি গিয়ে কম্বল দিলেন ইউএনও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:৫২ পিএম, ৩০ নভেম্বর ২০২১

টাঙ্গাইলে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অসহায়-দরিদ্র ২০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) রাতে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন জেলা সদর বস্তির হতদরিদ্রদের বাড়িতে উপস্থিত হয়ে ওই কম্বল বিতরণ করেন।

কম্বল পেয়ে মজিরন বেগম নামে এক নারী বলেন, শীত যায় শীত আসে। কিন্তু আশপাশের অনেকেই সরকারি সহযোগিতা পেলেও আমার প্রতিবন্ধী ছেলে ও বৃদ্ধা শাশুড়ি কোনো সহযোগিতা পাননি। সোমবার রাতে হঠাৎ ইউএনও স্যার নিজে এসে শীত নিবারণের জন্য দুজনকে কম্বল দিয়েছেন। এতে তারা খুবই আনন্দিত।

রাতে হত-দরিদ্রের বাড়ি গিয়ে কম্বল দিলেন ইউএনও

ইউএনওর কাছ থেকে কম্বল পাওয়া ওই বস্তির সোরহাব আলী বলেন, কয়েকদিন ধরে তীব্র শীতে কষ্ট করছিলাম। কম্বল পাওয়ায় অনেক উপকার হইছে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন জানান, গত এক সপ্তাহ যাবত টাঙ্গাইলে শীত জেকে বসেছে। এই শীতে গরিব-দুঃখী মানুষ খুবই অসহায়। এসব অসহায়, দুস্থ ও দরিদ্রদের পাশে সবার দাঁড়ানো উচিত। সোমবার রাতে জেলা সদরের প্রায় ২০০ পরিবারের দরজায় দরজায় গিয়ে কম্বল বিতরণ করেছি। এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরিফ উর রহমান টগর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।