ফতুল্লায় ছাদ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৭ এএম, ১১ ডিসেম্বর ২০২১

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি চারতলা বাড়ির ছাদ থেকে পড়ে শরিফুল ইসলাম বাবু নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে ফতুল্লার সস্তাপুর এলাকার জাপানি বাড়িতে এ ঘটনা ঘটে। শরিফুল একই এলাকার জসিম উদ্দিন কন্ট্রাক্টরের বাড়ির ভাড়াটিয়া মুদি দোকানদার শহীদ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ জাপানি বাড়ির দুই দিক দিয়ে দুইটি সিড়ি রয়েছে। সিড়ি দুটির ভেতর থেকে লোহার দরজায় লক লাগানো ছিলো। ছাদে ওঠে শরিফুল কিছু একটা করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত কারণ বলা যাবে।

মোবাশ্বির শ্রাবণ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।