মেঘনায় অবৈধভাবে মাটি উত্তোলন, ইউপি সদস্যকে ৫ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:৪৯ এএম, ১২ ডিসেম্বর ২০২১

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করায় নবনির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) দিদার হোসেন মোল্লার পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাশ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

হাজীমারা ফাঁড়ি পুলিশ জানায়, বিকেলে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের নদীর পানিরঘাট এলাকায় অভিযান চালিয়ে নদী থেকে দিদার মোল্লার ড্রেজার মেশিন জব্দ করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেদ ইকবাল উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত দিদার রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য (মেম্বার)। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি আবদুর রশিদ মোল্লার ছেলে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, দিদার মোল্লা ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে মাটি উত্তোলন করছেন, এমন খবর পেয়ে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দের নির্দেশে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এতে ঘটনার সত্যতা পাওয়ায় মেশিনটির মালিক দিদার মোল্লাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।

ইউএনও অঞ্জন দাশ বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করেছেন। একই আইনে তাকে জরিমানা করা হয়েছে। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

কাজল কায়েস/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।