নিখোঁজ ইসলামি বক্তা জাহাঙ্গীরের সন্ধান চায় পরিবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:২০ পিএম, ১২ ডিসেম্বর ২০২১

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইসলামি বক্তা হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম (৩৮) গত ২০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জাহাঙ্গীর আলমকে একনজর দেখার আকুতি জানিয়েছে পরিবার। পরিবারের দাবি, গত ২২ নভেম্বর রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন বাবাকে দেখতে এসে হাসপাতালের সামনের রাস্তা থেকে তিনি নিখোঁজ হন।

রোববার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নিখোঁজ মাওলানার সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেন তার পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে মাওলানা জাহাঙ্গীর আলম এর ছোট ভাই মো. জসিম উদ্দিন বলেন, গত ২২ নভেম্বর আনুমানিক বিকেল ৩টা ৪৫ মিনিটে জাহাঙ্গীর আলম রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন বাবাকে দেখতে এসে হাসপাতালের সামনের রাস্তা থেকে নিখোঁজ হন। হাসপাতালের সামনে ও আশেপাশে অনেক খোঁজাখুঁজির পর তাকে কোথাও না পেয়ে ওইদিন রাত সাড়ে ১১টার দিকে উত্তরা পশ্চিম থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৭৯৫) করা হয়।

তিনি আরও জানান, পরের দিন অর্থাৎ ২৩ নভেম্বর উল্লেখিত উত্তরা আধুনিক হাসপাতালের সিসি টিভি একটি ফুটেজ সংগ্রহ করা হয়। সেই ভিডিও ফুটেজে তাকে দেখা যায় ৩/৪ জন অচেনা লোক তাকে হাসপাতালের সামনে থেকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আর সেই যে গেল আজ দীর্ঘ ২০ দিন তার আর কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

পরিবারের পক্ষ থেকে তার ভাইকে ফিরে পাওয়ার দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর ৮ ডিসেম্বর দরখাস্ত করেছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলমের নিখোঁজ সংবাদে অসুস্থ বাবা আরও অসুস্থ হয়ে পড়েছেন। তার দু’টি অবুঝ শিশু খাওয়া-দাওয়া বন্ধ করে শুধু বাবার জন্য কান্নাকাটি করছে। তার স্ত্রী বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। গোটা পরিবারে শোকের ছায়া নেমে আসছে। একমাত্র উপার্জনাক্ষম ছেলেকে হারিয়ে মা-বাবাও দিশেহারা।

এসময় জাহাঙ্গীর আলমের স্ত্রী হেলেনা আক্তার বলেন, আমি আর থাকতে পারছি না। শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছি। আমার কোনো কিছু আর স্বাভাবিকভাবে চলছে না। আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই।

কান্নাজড়িত কণ্ঠে মাওলানা জাহাঙ্গীর আলমের ছেলে জুনাইদ সাদী বলেন, আমার বাবা ২১ দিন ধরে নিখোঁজ। বাবা প্রতিদিন আমাকে মাদরাসায় নিয়ে যেত। আজ ২১ দিন তাকে দেখি না। প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানাই আমার বাবাকে যেন খুঁজে বের করে দেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলমের মা জরিনা বেগম, মেয়ে নাবিলা আক্তারসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

নিখোঁজ মাওলানা জাহাঙ্গীর আলমের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলেও জানিয়েছে পরিবার।

আরএসএম/এসএইচএস/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।