বাঁধ সংস্কারের দাবিতে তিস্তাপাড়ে সহস্রাধিক মানুষের মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১

তিস্তা নদীর ভেঙে যাওয়া বাঁধ সংস্কার ও নদীশাসনের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সহস্রাধিক মানুষ।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে নদীপাড়ের সাতালস্কর প্রাইমারি স্কুলের পাশে দীর্ঘ সময় ধরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

jagonews24

এ সময় বক্তব্য দেন- সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার, ইউপি সদস্য আবু তালেব মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক মাহতাব হোসেন, বিমল কুমার প্রমুখ।

সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার বলেন, দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধটি গত বন্যায় ভেঙে যায়। এরপর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করার পরও ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। আমরা অতি দ্রুত বাঁধটি সংস্কারের দাবি জানাচ্ছি।

jagonews24

সাতালস্কর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, তিস্তার ভাঙনে বিলীন হওয়া বাঁধ সংস্কার না হলে এ এলাকার অসংখ্য বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হবে। তাই এই শুকনো মৌসুমেই বাঁধটি সংস্কারের দাবি জানাচ্ছি।

মো. মাসুদ রানা/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।