কুড়িগ্রামে ‘হিমালয়ী গৃধিনী’ শকুন উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ‘হিমালয়ী গৃধিনী’ শকুন উদ্ধার হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আমতলা বাজার সংলগ্ন মাঠ থেকে শকুনটি উদ্ধার করেন আহম্মদ আলী নামের এক শ্রমিক সরদার

স্থানীয়রা জানান, শ্রমিক সরদার আহম্মদ আলী শকুনটি উদ্ধার করে নাওডাঙ্গার কুটি চন্দ্রখানা গ্রামের বাড়িতে নিয়ে উৎসুক মানুষের ভিড় জমে। পরে সোমবার বিকেলে তিনি শকুনটি বন বিভাগে নিয়ে যান।

shakun1

উপজেলা বন কর্মকর্তা নবীর হোসেন জানান, ‘শকুনটি উদ্ধার করে কুড়িগ্রামে পাঠানো হয়েছে।’

কুড়িগ্রাম বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম জানান, ‘উদ্ধার শকুনটি মঙ্গলবার দিনাজপুরের সিংড়া শালবনে অবমুক্ত করা হবে।’

shakun1

তিনি আরও বলেন, ‘শীতকালে শকুনসহ বিভিন্ন প্রজাতির পাখি বাংলাদেশে আসে। ধারণা করা হচ্ছে, শকুনটি পাশের দেশ ভারত থেকে এসেছে। শকুনটির নাম ‘হিমালয়ী গৃধিনী’।

মাসুদ রানা/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।