ঘোড়দৌড়ে গরু জিতলো শাকিল
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে তিন দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের মাস্টারের হাট এলাকায় প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।
কয়েক রাউন্ডের প্রতিযোগিতা শেষে ফাইনালে ওঠে তিনটি ঘোড়া। ঘোড়া তিনটি হাঁকাচ্ছিল শিশু শাকিল (১০), জসিম (৯) ও রশিদুল (১১)। পাঁচবার প্রদক্ষিণ শেষে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাকিল।

প্রতিযোগিতায় কদম দৌড় এবং দাপট দৌড় এই দুই ধাপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ছয়জনকে পুরস্কৃত করা হয়।
প্রথম ধাপে অনুষ্ঠিত কদম দৌড় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে জেলহক জেদ্দার, বাদশা ও বাবলু। তাদের যথাক্রমে এলইডি টিভি, খাসি ছাগল এবং মোবাইল পুরস্কার দেওয়া হয়। এছাড়া কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে আলাদাভাবে অর্থমূল্য দেওয়া হয়।

দ্বিতীয় ধাপের মূল আকর্ষণ দাপট দৌড় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে শাকিল, জসিম ও রশিদুল। তাদের যথাক্রমে গরু, বাইসাইকেল এবং মোবাইল পুরস্কার দেওয়া হয়। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে আলাদাভাবে অর্থমূল্য পায় তারা।
আয়োজক কমিটির সদস্য সাজু আহমেদ জানান, প্রায় ১০ হাজার মানুষের উপস্থিতিতে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. রিয়াজুল ইসলাম বলেন, টানা তিনদিনের প্রতিযোগিতা বেশ উপভোগ্য ছিল। বিশেষ করে শিশুদের অংশগ্রহণে আরও বেশি জমে ওঠে এই আয়োজন।
প্রতিযোগিতার সমাপনী দিনে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম-২ আসনের এমপি আলহাজ পনির উদ্দিন আহমেদ। এসময় জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা পরিষদ সদস্য মাহবুবা বেগম লাভলী, পেনডেল হ্যাম অ্যান্ড বেকন গ্রুপের জেনারেল ম্যানেজার আবুল শামসুদ্দোহা এবং কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় ইউপি মেম্বার আব্দুর রাজ্জাক।
মাসুদ রানা/এসআর/এএসএম