ভোটকেন্দ্রে যাওয়ার পথে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০২১
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ভোটকেন্দ্রে যাওয়ার পথে তুলে নিয়ে এক গৃহবধূকে (২৮) ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে ওই গৃহবধূ বাদী হয়ে সরোয়ার হোসেন (২৮) নামে এক রিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে ওসি বলেন, রোববার (২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ওই গৃহবধূ দুই বছরের কন্যা সন্তানকে কোলে নিয়ে ভোটকেন্দ্রে যাচ্ছিলেন। পথে রিকশাচালক সরোয়ার তাকে কেন্দ্রে পৌঁছে দেবে বলে রিকশায় তুলেন। পরে ভোটকেন্দ্রে না নিয়ে গিয়ে শিশুসহ চাটখিল এলাকার একটি জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করেন। স্থানীয় কৃষক মিজানুর রহমান বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে সরোয়ার তাকে মারধর করে পালিয়ে যান। মিজানুর রহমান গৃহবধূকে উদ্ধার করে চাটখিল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।

ওসি আরও বলেন, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ইকবাল হোসেন মজনু/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।