ঘুরে দাঁড়িয়েছে বরিশাল শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০১:০২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

বরিশাল শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৯০ দশমিক ১৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২১৯ জন পরীক্ষার্থী। গত বছরের থেকে পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে এ বোর্ডে।

২০২০ সালে এই শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৪৮২ জন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন আনুষ্ঠানিকভাবে এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করেন।

ফলাফলের পরিসংখ্যানে দেখা যায়, বরিশাল শিক্ষা বোর্ডের অধীন এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১৩ হাজার ৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ১ হাজার ৯১৭ জন। ফলাফলে ছেলেদের মধ্যে ৫১ হাজার ৪৬৩ জন এবং মেয়েদের মধ্যে ৫০ হাজার ৪৫৪ জন পাস করেছে।
বরিশাল বোর্ডে পাসের হারে মেয়েরা বরাবরের মতো এগিয়ে রয়েছে। তাদের পাসের হার ৯১ দশমিক ২৫ ভাগ এবং ছেলেদের পাসের হার ৮৯ দশমিক ১৭ ভাগ।

এই বোর্ডে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ পাসের হার ৯২ দশমিক ৬৪ ভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৯২ দশমিক ১৫ ভাগ এবং মানবিক বিভাগে পাসের হার সর্বনিম্ন ৮৮ দশমিক ৭২ ভাগ।

বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, করোনা মহামারির কারণে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করতে পারিনি। যদি শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করতে পারতো, তাহলে ফলাফল আরও ভালো হতো।

সাইফ আমীন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।