ভিকারুননিসায় জিপিএ ৫ পেয়েছে ১৬৩৩ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১
ছবি : মাহবুব আলম

এবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি প্রকাশিত ফলাফল ১৯৬৩ পরীক্ষার্থীর মধ্যে ১৬৩৩ জন জিপিএ ৫ পেয়েছে। প্রতিষ্ঠানটির এ বছর পাসের হার ৯৯.৭৫ শতাংশ। ৫ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নেয়নি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টায় সাংবাদিকদের ফলাফল জানান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার।

অধ্যক্ষ জানান, ব্যবসা বিভাগে পাস করেছে ১৪৫ জন, মানবিকে ৫০ জন, বাকি ১৪৩৮ বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে, কোনো শিক্ষার্থী অকৃতকার্য হয়নি এবার। আমাদের শিক্ষার্থীরা অনেক ভালো, অনলাইন ক্লাসও কখনো বন্ধ হয়নি।

jagonews24

করোনার সময় পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীদের সমস্যার কথা তুলে ধরে কামরুন নাহার বলেন, আমার মনে হয়েছে এবার পরীক্ষা দিতে গিয়ে অনেকের হাত কেঁপেছে, দীর্ঘদিন করোনার কারণে পরীক্ষা না থাকায় শিক্ষার্থীরা কিছুটা অনভ্যাসে পরিণত হয়েছিলো, যার কিছুটা প্রভাবও পরীক্ষায় পড়েছে, তাছাড়া আরও ভালো ফলাফল হতো।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় এ ফল প্রকাশ করা হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পক্ষে এসএসসি ও সমমানের ফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

করোনাভাইরাস মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ের প্রায় ৯ মাস পর ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। এর মাধ্যমে দেড় বছর পর প্রথম কোনো পাবলিক পরীক্ষায় বসে শিক্ষার্থীরা। সব বোর্ড মিলিয়ে এবার এসএসসি ও সমমানে মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। এর মধ্য উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।

আরএসএম/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।