চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৯১.১২ শতাংশ, বেড়েছে জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে।এবার পাসের হার ৯১ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে ৬ দশমিক ৩৭ শতাংশ। জিপিএ-৫ বেশি পেয়েছে ৩ হাজার ৭৮৩ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ তথ্য জানান।

ফল পর্যালোচনায় দেখা যায়, ২০২১ সালের এসএসসি পরীক্ষায় ২০৪টি কেন্দ্রে ১ হাজার ৭৬টি স্কুলের মোট ১ লাখ ৬১ হাজার ৭৮ জন পরীক্ষার্থী ছিল। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৫৮ হাজার ৬৩৬ জন। পাস করেছে ১ লাখ ৪৪ হাজার ৫৫০ জন। এদের মধ্যে ছাত্র ৬৭ হাজার ১৭১ জন এবং ছাত্রী ৭৭ হাজার ৩৭৯ জন। পাসের হার ৯১ দশমিক ১২ শতাংশ। যা গত বছরের তুলনায় ৬ দশমিকর ৩৭ শতাংশ বেশি।

এবার জিপিএ-৫ পেয়েছে মোট ১২ হাজার ৭৯১ জন, যা গত বছরের তুলনায় ৩ হাজার ৭৮৩ জন বেশি। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৩৮২ জন, যা গত বছরের তুলনায় ১ হাজার ১৩৭ জন বেশি এবং ছাত্রী ৭ হাজার ৪০৯ জন, যা গত বছরের তুলনায় ২ হাজার ৬৪৬ জন বেশি।

এ বছর বিজ্ঞানে পাসের হার ৯৬ দশমিক ৮২ শতাংশ, মানবিকে পাসের হার ৮৭ দশমিক ৪৭ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ৯২ শতাংশ। বিজ্ঞানে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ২৯১ জন, মানবিকে জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন এবং ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৩৪৪ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পিছিয়ে পড়া পার্বত্য এলাকায়ও এবার পাসের হার গত বছরের তুলনায় বেড়েছে।

এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।