ইভিএম একটা বাটপারির মেশিন: হাতপাখার প্রার্থী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ০১ জানুয়ারি ২০২২
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়রপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, নারায়ণগঞ্জে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট হবে। আমরা আগেও বলেছি, ইভিএম একটা বাটপারির মেশিন।

তিনি বলেন, ফতুল্লা ইউপি নির্বাচনে আমরা যা দেখেছি, বুঝেছি— হাতপাখা বিপুল ভোটে বিজয়ী হয়েছিল। কিন্তু ইভিএমের কারসাজিতে আমাদের পরাজিত দেখানো হয়েছে। নাসিক নির্বাচনে যদি কারসাজি হয়, যদি আমাদের এজেন্টকে বের করা হয় তাহলে সঙ্গে সঙ্গে সেই কেন্দ্র অবরুদ্ধ করে ফেলা হবে। নারায়ণগঞ্জকে অবরুদ্ধ করে ফেলা হবে।

শনিবার (১ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ড এলাকায় হাতপাখার পথসভায় এসব কথা বলেন হাতপাখার প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ।

মাসুম বিল্লাহ বলেন, ‘আমরা উচ্ছৃঙ্খল না, আমরা শান্তিপ্রিয় মানুষ। আমাদের অশান্ত হতে দেবেন না। আমরা যথেষ্ট দেখেছি। প্রশাসনের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে বলতে চাই দিনের ভোট যেন দিনেই হয় এবং ভোট শেষে আমাদের পোলিং এজেন্টদের হাতে যেন ভোট বুঝিয়ে দেওয়া হয়। যদি কোনো এজেন্টকে হুমকি দেওয়া হয়...সোজা আঙুলে ঘি না উঠলে আমরা আঙুল বাঁকা করবো।’

ইভিএম একটা বাটপারির মেশিন: হাতপাখার প্রার্থী

তিনি আরও বলেন, তারা (আওয়ামী লীগ) বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। অথচ আওয়ামী লীগ প্রার্থী নুহ (আ.) এর নৌকা নিয়ে এসেছেন। ধর্ম ব্যবসায়ী আমরা না, ধর্ম ব্যবসায়ী উনারা। আমরা দেশের জন্য রাজনীতি করি।

‘নির্বাচন এলেই আপনাদের ঘোমটা বড় হয়ে যায়। বিভিন্ন পীরের দরবার-মাজারে যান। নতুন মুসল্লি হয়ে যান। আমরা নিয়মিত ধর্ম মেনে চলি। এসব কথা বলে আমাদের বিভ্রান্ত করতে পারবেন না।’

‘নারায়ণগঞ্জের এই রাজনীতিতে হাতপাখাকে রুখতে তারা ঐক্যবদ্ধ হয়ে গেছে। আমরা আমাদের শায়েখের সামনে ঘোষণা করতে চাই—এই সিটি নির্বাচনে কোনো নয়-ছয় করলে হলে নারায়ণগঞ্জ আর নারায়ণগঞ্জ থাকবে না’, যোগ করেন মেয়রপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহ।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।