মোটরসাইকেলে লুকানো ছিল দেড় কোটি টাকার ইয়াবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০১:৩০ পিএম, ০৮ জানুয়ারি ২০২২

ফেনীতে ২১ হাজার ২০৫ পিস ইয়াবা ও আইসসহ আলিম উদ্দিন শেখ (৫০) নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় ঢাকামুখী লেনে একটি মোটরসাইকেল তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ২১ হাজার ২০৫ পিস ইয়াবা ও ১ দশমিক ২০ গ্রাম আইসসহ আলিম উদ্দিন শেখকে আটক করা হয়।

আলিম উদ্দিন শেখ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাতারপাড়া গ্রামের নজলার রহমানের ছেলে।

rab

ফেনীর র‌্যাব-৭ এর অধিনায়ক আব্দুল্লাহ আল জাবের ইমরান জানান, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ কোটি ৬১ লাখ ৪৫ হাজার টাকা।

গ্রেফতার আসামি আলীম উদ্দিনের বিরুদ্ধে গাইবান্ধায় ৪টি মামলা রয়েছে। ১টি মামলায় তিনি ১০ বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন। পরে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, র‌্যাবের হাতে আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নুর উল্লাহ কায়সার/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।