লোকালয়ে উদ্ধার মেছোবাঘ অবমুক্ত বনে
ফেনীতে লোকালয় থেকে একটি মেছোবাঘ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। রোববার (৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মোটবী ইউনিয়নের শাহাপুর থেকে মেছোবাঘটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরে শাহাপুরের ফকির বাড়িতে একটি মেছোবাঘ দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিক তারা বাঘটিকে ধাওয়া করে একটি খাঁচায় বন্দি করে বন বিভাগকে খবর দেন।
বন বিভাগের ফেনী সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক জানান, ‘খবর পেয়ে মেছোবাঘটি উদ্ধার করে সন্ধ্যায় পরশুরাম উপজেলার বিলোনীয়া গ্রামের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।’
নুর উল্লাহ কায়সার/আরএইচ/জিকেএস