সিদ্ধিরগঞ্জে অস্ত্র-মাদকসহ দুই যুবক আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১৩ জানুয়ারি ২০২২
অস্ত্র-মাদকসহ আটক দুই যুবক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুজনকে আটক করেছে পুলিশ। এসময় ছয় কেজি গাঁজা, ৪০০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার (১২ জানুয়ারি) রাতে সুমিলপাড়া এলাকার বিহারী ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকার শওকত (৩০) ও সেন্টু (৩২)।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, দীর্ঘদিন ধরে এটি টর্চার সেল হিসেবে ব্যবহার হয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, সিটি নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চলছে। এ ধরনের অভিযান চলবে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।