সংসদ সদস্য আয়েন উদ্দীন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ১৬ জানুয়ারি ২০২২
করোনা আক্রান্ত সংসদ সদস্য আয়েন উদ্দীন

রাজশাহীর-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন। দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন তিনি।

রোববার (১৬ জানুয়ারি) সংসদ সদস্য আয়েন উদ্দীনের ব্যক্তিগত সহকারী ইকবাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অন্য সংসদ সদস্যদের মতো তিনিও জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে শনিবার (১৫ জানুয়ারি) করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। তার শরীরে করোনার কোনো উপসর্গ না থাকলেও রোববার (১৬ জানুয়ারি) সকালে রিপোর্টে পজিটিভ আসে।

ইকবাল জানান, এর আগেও তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তিনি রাজধানীতে ন্যাম ফ্ল্যাটেই রয়েছেন। শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন। তবে সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে শনিবার (১৫ জানুয়ারি) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপেরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক করোনা আক্রান্ত হন। তারাও বর্তমানে ঢাকায় নিজ নিজ বাসভবনে রয়েছেন এবং সুস্থ আছেন।

ফয়সাল আহমেদ/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।