আড়াইহাজারের এমপি বাবু করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ১৭ জানুয়ারি ২০২২
জরুল ইসলাম বাবু

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (১৭ জানুয়ারি) তার সহধর্মিণী ডা. সায়মা আফরোজ ইভা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে নিয়মিতভাবে সব সদস্যদের কোভিড টেস্টের অংশ হিসেবে গত শনিবার টেস্ট করান। পরদিন তার করোনা পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন।’

ডা. সায়মা আফরোজ ইভা আরও জানান, ‘তিনি ভালো আছেন, সুস্থ ও স্বাভাবিক আছেন। তার দ্রুত সুস্থতার জন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানান।’

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।