খুলনা বিভাগে একদিনে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০১:০৮ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে করোনা শনাক্ত হয়েছে ২৩১ জনের। এর আগে শুক্রবার বিভাগে ৬২৬ জনের করোনা শনাক্ত এবং ২ জনের মৃত্যু হয়।

শনিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একদিন মৃত্যুতে শীর্ষে খুলনা। এই জেলায় সর্বোচ্চ দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঝিনাইদহে একজন মারা গেছেন। একইসময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে সংখ্যা ২৩১ জনের। এর মধ্যেও শীর্ষে রয়েছে খুলনা। এই জেলায় সর্বোচ্চ ৯৭ জনের শনাক্ত হয়েছে। আর কুষ্টিয়ায় ৬০ ও চুয়াডাঙ্গায় ৪০ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া যশোরে তিনজন, ঝিনাইদহে ৯ জন, নড়াইল ও মেহেরপুরে ১১ জন করে শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭১ জন।

স্বাস্থ্য বিভাগের ওই প্রতিবেদনে আরও জানা যায়, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ২৫ হাজার ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজার ৮২৫ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ২২৭ জন।

আলমগীর হান্নান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।