ব্রহ্মপুত্রে ধরা পড়লো ৩১ কেজির বাঘাইড়, অনলাইন শপে বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৫:৩৪ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২২
৩৬ হাজার টাকায় বিক্রি হয়েছে মাছটি

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে ধরা পড়েছে ৩০ কেজি ৫০০ গ্রাম ওজনের বিশালাকার একটি বাঘাইড়। উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর এলাকার জেলে আছর আলীর জালে মাছটি ধরা পড়ে।

পরে শনিবার (৫ জানুয়ারি) বাঘাইড়টি ‘প্রান্তিক’ নামে একটি অনলাইন অরগানিক শপের মাধ্যমে বিক্রি করা হয়।

প্রান্তিকের সদস্য মারুফ জানান, বাঘাইড় মাছটি ওজনে ৩০ কেজি ৫০০ গ্রাম। ব্রহ্মপুত্র নদে প্রায়ই বিশালাকার বাঘাইড় ধরা পড়ে। মাছটি এক হাজার ২০০ টাকা কেজি দরে ৩৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, বাঘাইড় একটি গভীর পানির মাছ। ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে মাঝেমধ্যে এরকম মাছ ধরা পড়ে। তা বিক্রি করে এ অঞ্চলের জেলেরা লাভবান হচ্ছেন।

মাসুদ রানা/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।