পিরোজপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২

পিরোজপুরের নাজিরপুরে তরুণীকে দলবেধে ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের বাঘাজোড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, হায়দার গাজীর ছেলে মো. কবির হোসেন গাজী (২৩), বাশার শেখের ছেলে রাব্বি শেখ (১৯) ও শহিদুল গাজীর ছেলে হৃদয় গাজী (১৬)। তাদের সবার বাড়ি উপজেলার নাজিরপুর গ্রামে।

ভুক্তভোগী তরুণী জানায়, বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে পাশের এক বাড়িতে তার বাবা বিয়ে খেতে যান। এ সময় বাড়িতে একা থাকার সুযোগে ধর্ষকরা কৌশলে প্রবেশ করে মুখ চেপে ধরে হত্যার ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহিদুল ইসলাম জানান, ভৃক্তভোগী তরুণী বেলা সাড়ে ১১টায় থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে দুই তরুন ও এক যুবককে আটক করা হয়। ভুক্তভোগী তরুণীকে পরীক্ষার জন্য পিরোজপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।