‘মানুষের কারণে বিলুপ্ত হচ্ছে বন্যপ্রাণী'

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ০৩ মার্চ ২০২২

বিশ্ব বন্যপ্রাণী দিবসে বিপন্ন বন্যপ্রাণীর আবাস লাঠিটিলায় সাফারি পার্ক নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকাল সাড়ে ৪টায় নগরীর টিলাগড় ইকো পার্কের সম্মুখে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, এক বছরে দেশে ৩৪টি হাতি হত্যা করা হয়েছে। হাতি আকারে বিশাল হওয়ায় লুকিয়ে রাখা সম্ভব হয়নি। ছোট ছোট প্রাণীগুলো এ দেশ থেকে ক্রমান্বয়ে কমছে। সে তথ্য অনেক ক্ষেত্রে গোপন থাকছে। দেশে মহাবিপন্ন, বিপন্ন ও সংকটাপন্ন প্রাণীর তালিকা দীর্ঘ হলেও সর্বভূক ও সর্বনাশী মানুষের সংখ্যা বাড়ছে। এসব মানুষকে বদলাতে হবে। প্রাণপ্রকৃতির প্রতি মমত্ববোধ সম্পন্ন মানুষের বড্ড প্রয়োজন। সেই মানুষের সংখ্যাবৃদ্ধি হলে বিপন্ন বন্যপ্রাণী রক্ষা পাবে। অন্যথায় শুধু দিবসই পালন হবে, সফলতা মিলবে না।

‘মানুষের কারণে বিলুপ্ত হচ্ছে বন্যপ্রাণী'

বক্তারা আরও বলেন, বন্যপ্রাণী রক্ষায় মৌলবীবাজারের লাঠি টিলায় সাফারি পার্ক বানানো হবে; সেই পার্ক বানানোর পেছনের যুক্তি কী? যুক্তি দেখানো হচ্ছে বন্যপ্রাণীকে সুরক্ষা দেওয়া। কিন্তু কিভাবে বন সুরক্ষা হবে সে প্রশ্নের জবাব কে দেবে? বন লোপাট করে বস্তা বস্তা অর্থ জমানোর জনই লাঠিটিলায় সাফারি পার্ক করা হচ্ছে। যা অবিলম্বে বন্ধ করতে হবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্স অনুষদের ডিন, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেদওয়ানের সভাপতিত্বে ও বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ভাষাসৈনিক মতিন উদদীন যাদুঘরের পরিচালক ডা. শাহজামান মোস্তফা বাহার, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাপা সিলেটের যুগ্ম-সম্পাদক ছামির মাহমুদ, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির, ঐতিহ্য ও পরিবেশ সংরক্ষণ ট্রাস্টের ট্রাস্টি জাকির হোসাইন সোহেল, সেভ আওয়ার অ্যাস্ট্রেট অ্যানিমেলের (সোসাস) সংগঠক অ্যাডভোকেট অরুপ শ্যাম বাপ্পি, বাঁচাও হাওর আন্দোলনের আহ্বায়ক সাজিদুর রহমান সোহেল, প্রাধিকারের সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।

ছামির মাহমুদ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।