ফতুল্লায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০১:৪৩ পিএম, ০৮ মার্চ ২০২২

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে আলী হোসেন (৩৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে ফতুল্লার মাসদাইর তালাফ্যাক্টরি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলী হোসেন তালাফ্যাক্টরি এলাকার মো. আব্দুল জব্বারের ছেলে। তার শরীরে এসিডের পোড়া দাগ রয়েছে। তিনি একটি অটো গ্যারেজের মালিক ছিল। সংসারে তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

নিহতের স্ত্রী রোজি আক্তার বলেন, সকালে ছেলেকে স্কুলে দিয়ে বাসায় ফিরে বলতে থাকে আমার জ্বালাপোড়া করছে। তখন আমি ফ্যান ও ঘরের দরজা জানালা খুলে দেয়। এরপর আমি অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ উপপরিদর্শক মোস্তফঢা কামাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলতে পারবো।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।