নারী দিবসে নারায়ণগঞ্জে খালেদা জিয়ার মুক্তি দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ০৮ মার্চ ২০২২

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে প্রেস ক্লাবের সামনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মহিলা দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশ শেষে জেলা প্রেস ক্লাবের সামনে থেকে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও সে বাধা উপেক্ষা করেই বিক্ষোভ মিছিল করেছেন মহিলা দলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়শা আক্তার দিনা বলেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলায় বন্দি রেখে আন্তর্জাতিক নারী দিবস কখনো সফল হয় না। আর তাই আমরা এই নারী দিবসে খালেদা জিয়ার মুক্তি দাবি করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছি। আমরা খালেদা জিয়ার মুক্তি চাই। তার সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি জানাই।’

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া ও সাধারণ সম্পাদক রুমা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।