কুপিয়ে যুবকের হাত বিচ্ছিন্নের ঘটনায় গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ০৯ মার্চ ২০২২
র‌্যাবের হাতে গ্রেফতাররা

রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় রিয়াজ শেখককে কুপিয়ের হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় অভিযুক্ত হুমায়ন ও তার সহযোগী ফরহাদকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর র‍্যাব-৮ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার হুমায়ন (১৮) দৌলতদিয়া সামসু মাস্টার পাড়ার হাসেম শেখের ছেলে ও তার সহযোগী ফরহাদ (২০) একই এলাকার মো. সালেক শেখের ছেলে।

র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মো. শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার মূলহোতা হুমায়ুনকে কুষ্টিয়া এবং তার সহযোগী ফরহাদকে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়। আসামিরা এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে। আসামি হুমায়ুন নারী ও শিশু নির্যাতন মামলায় ১৪দিন কারাভোগের পর জামিনে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারদের রেলওয়ে থানার মাধ্যমে আদালতে পাঠানো হবে।

গত ৬ মার্চ সন্ধ্যায় দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রিয়াজের বাম হাত বিচ্ছিন্ন করে হুমায়ূন ও তার সহযোগী। এ ঘটনায় রিয়াজ শেখের বাবা বাবু শেখ বাদী হয়ে রাজবাড়ী রেলওয়ে থানার একটি হত্যাচেষ্টা মামলা করেন।

রুবেলুর রহমান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।