চাকরির কথা বলে কিশোরীকে ৮০ হাজারে বিক্রি, সংঘবদ্ধ ধর্ষণ
লক্ষ্মীপুরে গৃহপরিচারিকার চাকরির কথা বলে ডেকে এনে বিক্রির পর কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুলাল হোসেন ও ফাতেমা বেগম দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৯ মার্চ) দুপুরে রায়পুর পৌর শহরের নতুন বাজারের খেঁজুরতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, ঘরে অভাব-অনটন থাকায় কিশোরী গৃহপরিচারিকার কাজ করার আগ্রহ প্রকাশ করে। জাকির নামের এক যুবক চাকরি কথা বলে রোববার (৫ ফেব্রুয়ারি) তাকে রায়পুরের নতুনবাজার এলাকার দুলাল হোসেনের বাসায় নিয়ে যান। কিশোরীর অজান্তে জাকির তাকে দুলালের কাছে ৮০ হাজার টাকায় বিক্রি করে দেন।
মঙ্গলবার (৮ মার্চ) রাতে দুলাল ও তার স্ত্রী ফাতেমার সহযোগিতায় চার-পাঁচ যুবক মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জাগো নিউজকে বলেন, ধর্ষণের ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ আজ্ঞাতপরিচয় আরও দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারে অভিযান চলছে।
কাজল কায়েস/এসজে/জিকেএস